আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

RRB Railway Recruitment 2025: ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে নিয়োগ, বেতন ₹35,400 থেকে শুরু

Published on: November 3, 2025
RRB Railway Recruitment 2025

RRB Railway Recruitment 2025: দেশের রেল খাতে বড় নিয়োগের ঘোষণা করেছে Railway Recruitment Board (RRB)। নিয়োগ বিজ্ঞপ্তিতে নম্বর ভেঙে পড়েছে, মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে শুরু হবে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ শুধু ভালো বেতনই নয়, রয়েছে সরকারি সুবিধা সম্পন্ন ক্যারিয়ার।

নিচেই নিয়োগের সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল- আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে আজই প্রস্তুতি শুরু করা ভালো হবে।

সংস্থার নামRailway Recruitment Board (RRB)
পদের নামজুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিকাল ও মেটাল লজিক্যাল অ্যাসিস্ট্যান্ট
বেতন৩৫,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাবি. ই. বা বি.টেক ডিগ্রি
শূন্যপদ২৫৭০ টি
আবেদন পক্রিয়ার শেষ দিন৩০ নভেম্বর

পদের নাম

রেল খাতে বিভিন্ন পদে নতুন নিয়োগ করা হচ্ছে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিকাল ও মেটাল লজিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

বয়সসীমা

আবেদনের জন্য নূন্যতম বয়স ১৮ বছর। সর্বোচ্চ বয়স ৩৩ বছর সংরক্ষিত ক্যাটাগরিতে বয়স সীমায় ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

বি. ই. বা বি.টেক ডিগ্রি থাকতে হবে অথবা কম্পিউটার সাইন্স বা আইটির ক্ষেত্রে ডিপ্লোমা ও ডিগ্রী থাকতে হবে অথবা কেমিস্ট্রি বা ফিজিক্সের স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

বেতন

৩৫,৪০০/মাস তার সঙ্গে সরকারি সুবিধাসমূহ যেমন ডিএ, ট্রাভেল অ্যালাউন্স, চিকিৎসা ও পেনশন সুবিধা থাকবে।

নিয়োগের প্রক্রিয়া

প্রথম ধাপে- একটি লিখিত পরীক্ষা ১০০ নম্বর, সময় ৯০ মিনিট বিষয় অংক, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান প্রতি ভুল উত্তরে ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।

দ্বিতীয় ধাপে- ১৫০ প্রশ্ন, সময় ১২০ মিনিট। বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, পরিবেশ ও সাধারণ জ্ঞান এখানে নেগেটিভ মার্কিং নেই।

তৃতীয় ধাপে- আবেদনকারীর তথ্য যাচাই করা হবে (ডকুমেন্ট ভেরিফিকেশন)।

চূড়ান্ত ধাপে মেডিকেল পরীক্ষা হবে সকল ধাপ পাস করলেই নিয়োগ সম্পন্ন হবে।

আবেদন ফি

  • সাধারণ ওবিসি ও পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি 500।
  • সংরক্ষিত দল মহিলা ও বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য আবেদন ফ্রি নেই।
  • ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

কিভাবে আবেদন করবেন

  • প্রথমে RRB অফিশিয়াল ওয়েবসাইটে rrbapply.gov.in যান।
  • হোমপেজে “Apply online”অপশনে ক্লিক করুন
  • নতুন রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে তথ্য পূরণ করুন
  • লগইন করে আবেদন ফরম পূরণ আবেদন ফি জমা দিন এবং ফরমটি সাবমিট করুন
  • আবেদনের শেষে প্রিন্ট আউট নিয়ে রাখুন ভবিষ্যতের জন্য

আরও পড়ুন: কুটলি সমাজপুর শান্তি ও সবুজে মোরা এক সৌন্দর্যে ভরা এলাকা

প্রস্তুতির জন্য টিপস

  • সময় ধরে প্রতিদিন অংক সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয়গুলোর ওপর প্রস্তুতি নিন
  • লিখিত পরীক্ষার জন্য গত বছরের প্রশ্নপত্র বা মডেল টেস্ট দেখে নিন
  • আবেদন করার সময় সব তথ্য ঠিকঠাক দিন ভুল তথ্য থাকলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্যায় পড়া সম্ভব
  • বয়স ও শিক্ষাগত যোগ্যতা যাচাই করে নিন যদি বয়স বা ডিগ্রীর ক্ষেত্রে আপনার অবস্থা ঠিক না হয়, আবেদন ফেল হয়ে যেতে পারে।
  • নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন সংশোধনের উইন্ডো কখন কখন রয়েছে সেটাও নোট করে রাখুন।

এই নিয়োগ সামনে রেখেই দ্রুত প্রস্তুতি শুরু করলে আপনি সুযোগটিকে কাজে লাগাতে পারবেন। ভালো সুযোগ গুলো থাকে না চিরকাল তাই আজই আপনার আবেদন প্রস্তুতি হাতে নিন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment